খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: কাটুক মনের আঁধার,জয় হোক মনবতার” এ শ্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে আগামী ১৭মার্চ উদ্বোধন হতে যাচ্ছে নাট্যোৎসব’২০১৭।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে (সাড়ে ৫টায়)এক বর্ণাঢ্য র্যালী ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
র্যালীটি কালেক্টরেট স্কুল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল আওয়াল নাট্যোৎসব-২০১৭’র সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক দিপক কুমার রায়,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস,কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা,উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৭-২৪ মার্চ পর্যন্ত সাত দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী ঠাকুরগাঁও।এতে ঢাকা সহ বিভিন্ন জেলার নাট্য দল গুলো অংশগ্রহণ করবে।