খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: অধ্যক্ষের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ করেছে রাঙ্গামাটি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তারা ঘটনার প্রতিবাদে এবং অধ্যক্ষ মো. রেজাউল করিমকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় মানবন্ধন ও সড়ক অবরোধ করেছে।
শহরের দেবাশীষনগর এলাকায় অবস্থিত রাঙ্গামাটি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনের এক পর্যায়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে বসে প্রায় ঘন্টাব্যাপী অবরোধ সৃষ্টি করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। ওই সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়। পরে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দীন আহমেদ উপস্থিত হন। তিনি অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া পেলে অধ্যক্ষের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ রেজাউল করিম দুই ছাত্রীকে রুমে ডেকে নিয়ে অন্যদের বের করে দেন। ওই সময় তিনি দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন এবং কথা না শুনলে পরীক্ষায় ফেল করে দেয়ার হুমকি দেন। পরে রাতে মোবাইলে ফোনে বিরক্ত করতেন। আমরা এ ধরনের শিক্ষক চায় না। অবিলম্বে তার অপসরণ চাই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযোগ অসত্য দাবি করে ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, বুধবার ৫-৬ জন ছাত্র ক্লাসে জুতা পড়ে না আসায় তাদেরকে শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে ২০ মিনিটের মধ্যে জুতা পড়ে আসতে বলি। এতে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এ ধরনের অসত্য অভিযোগ করছে। এছাড়া এসএসসি পরীক্ষায় ১৫ শিক্ষার্থীকে ফরম পূরণ করতে না দেয়াতেও ক্ষিপ্ত হয়েছে তারা।