খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭: কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টের তৃতীয় দিনে হাফ সেঞ্চুরি করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার আগে হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যান অধিনায়ক মুশফিক। ভাঙে ৯২ রানের দুর্দান্ত এবং সময়পযোগী জুটি। সাকিবের সঙ্গী হয়েছেন অভিষিক্ত মোসাদ্দেক। তিনিও দারুণ ব্যাট করে যাচ্ছেন। ৬ উইকেটে ৩১৬ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।
লাকমলের বলে একটি সিঙ্গেল নিয়েই টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। আগের দিনের মত আর তেড়েফুঁড়ে ব্যাটিং করেননি আজ। অনেকটা সংযত মনে হয়েছে তাকে। ৫০ পূরণ করেছেন ৬৯ বলে ৫ বাউন্ডারিতে। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম টেস্টে দারুণ ব্যাট করছেন মোসাদ্দেক। ইতিমধ্যে ১টি চার এবং ১টি ছক্কায় ১৫ রান করেছেন তিনি। লঙ্কানদের থেকে টাইগাররা এখনও ২২ রানে পিছিয়ে।
তৃতীয় দিন মুশফিক লাকমলের বলে বোল্ড হয়ে গেলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬৬ বলে ৬ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করার পর ব্যক্তিগত ৫১ রানে এলবিডাব্লিউয়ের জোড়ালো আবেদন হয়েছিল। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়েও সেই সিদ্ধান্ত পাল্টাতে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু আর ১ রান যোগ করেই লাকমলের বল বোল্ড হয়ে যান টাইগার ক্যাপ্টেন।