খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭: আব্দুল মতিন,চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, সহকারী কমিশনার তানজিলা মেহেনাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা. পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের আহবায়ক কাজী ফিরোজ লনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষে কেক কাটেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
শহরিয়ার আলম বলেন, এক সময় বঙ্গবন্ধুর জন্মদিন তো দুরের কথা বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী পালন করা যেত না। কারণ স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধুর প্রতি আমাদের সকলের দায় রয়েছে। এই দায়মুক্তির জন্য আমাদের সকলের বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে। গন মানুষের পাশে দাঁড়াতে হবে। শেষে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার ও বই বিতরণ করেন। বিকেলে ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসোবে উপস্থিত ছিলেন।