খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭: ঢাকার আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠি।
আইএসের সংবাদ মাধ্যম আমাক-এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
শুক্রবার দুপুরে আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এতে তার শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এ সময় র্যাবের ২ সদস্য আহত হন। তারা আশঙ্কামুক্ত।