খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭: ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটক মাদক বিক্রেতার নাম ফয়সাল আহম্মেদ(৩২)।সে সদর উপজেলার ছিটচিলারং এলাকার আব্দুল লতিফের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় ডিবি পুলিশের এসআই নূর আলম,এসআই বাশার,এসআই মোয়াজ্জেম ও এএসআই রফিকুজ্জামানের নেতৃৃত্বে একটি টিম ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকার জনৈক রিপনের পান দোকানের সামনে থেকে বিক্রির উদ্দেশ্য বহনকৃত ১২ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।আটক ফয়সালের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৮টি মামলা বিচারাধীন রয়েছে।
সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো: রফিকুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে যখন পুলিশ প্রশাসন জোড়ালো ভূমিকা রাখছে ঠিক সে মুহুর্তে কিছু অসাধু ব্যক্তি ডিবি পুলিশের কার্যক্রমকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।তবে ডিবি পুলিশ মাদক নির্মূলে অনড় আছে এবং থাকবে।