খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার শেখের জায়গা নামক স্থানে র্যাবের চেকপোস্টে বিস্ফোরকসহ হামলার চেষ্টা হয়েছে। এতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আর র্যাবের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে র্যাব-৩ এর ডেপুটি কমান্ডিং অফিসার মেজর মারুফ হোসেন নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
মেজর মারুফ জানান, ভোরে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে চেকপোস্ট এলাকায় থামার জন্য বলে র্যাব। এ সময় ওই ব্যক্তি র্যাব সদস্যদের দিকে এগিয়ে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে ধাওয়া দিলে র্যাব সদস্যদের দিকে তিনি গুলিবর্ষণ করেন। র্যাবও পাল্টা গুলি চালালে ওই ব্যক্তির মৃত্যু হয়। আহত দুই র্যাব সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মেজর মারুফ।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। লাশ এবং মোটরসাইকেল ঘটনাস্থলেই রয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে ‘আত্মঘাতী’ হামলার ঘটনা ঘটে।
এতে বোমা বহনকারী যুবক নিহত এবং দুই র্যাব সদস্য আহত হন। পরে এ হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
এ ঘটনায় দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগার, বিমান, নৌ ও স্থলবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে এসব স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার করা হয়।