খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জামালপুর শহরের মুক্তমঞ্চ মাঠে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার ১৭ মার্চ সকাল দশটায় শহরের মুক্তমঞ্চের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় মুক্তমঞ্চ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে পৌর পাবলিক হল মিলনায়তনে কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রাসেল সাবরিন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ও সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ প্রমুখ।