খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: নাটোরে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া খাতুন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে পরিবারের অপর তিনজন। শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হমিদ জানান, দুপুরে নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে একটি বাস একটি সিএনজি অটো রিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী সুমাইয়া নিহত হয়। আহত হয় তার পিতা-মাতা সহ পরিবারের আরো তিনজন। আহতদের নাটোর সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।