খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের বিন্দারবন্ধ গ্রামের আহাদ মিয়ার ছেলে দারদার মিয়া (১৯)। শনিবার সকাল সাড়ে ১০টায় এ বজ্রপাতের ঘটনায় সে গুরুতর আহত হয়। দক্ষিন বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মনাফ বিষয়টি নিশ্চিত করে জানান, বিন্দারবন্ধ গ্রামের সামনে খেয়াঘাট পাড়ে হঠাৎ বজ্রপাত দারদার মিয়ার শরীরে পড়লে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নন্দন কান্তি ধর বলেন, বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে এবিষয়ে আমাকে কেউ এখনও জানায়নি।