খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: কক্সবাজারের পেকুয়ায় ট্রাক চাপায় সাইফুল ইসলাম (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি পুড়িয়ে দেয়।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মগনামা জাগরণ আদর্শ শিক্ষা নিকেতনের ছাত্র ছিল। সে মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকার শফিউল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল সাইফুল। এসময় দ্রুত গতির ট্রাক (মুন্সিগঞ্জ ট ১১-০০০১) সাইফুলকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এবং পেকুয়া-মগনামা সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। এর আধাঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভানোর আগেই ট্রাকটি পুড়ে যায়।
এ সময় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ট্রাকচালককে আটক করে পুলিশ।