খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: গাজীপুরের টঙ্গীতে বহুল প্রচারিত দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি মো. আমির আলীর নেতৃত্বে আজ শনিবার একটি র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি টঙ্গী কলেজ গেট হইতে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে গাজীপুর সিটি কর্পোরেশন (টঙ্গী অঞ্চল) সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু প্রদীপ অধীকারি, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাজাহান সিরাজ সাজু, বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির সভাপতি কে এম শাহ আলম, সাংবাদিক মাহাবুব চৌধুরি, মোঃ হাসান মামুন, আবু ছালেহ মুছা বাবু, জাহাঙ্গীর আকন্দ, মো. রাকিব হাসান, মাসিক সংবাদ আলোচনার সম্পাদক ও প্রকাশক মো. ইউনুছ আলী, আবু বক্কর সিদ্দিক বাবু খলিফা, স্থানীয় যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেন মোল্লা, এ কে এম পলাশ, মো. সেলিম খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মি রওশন আরা পারভীন মিলি, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, লাইজু আক্তার, সিরাজ মিয়া, ইমরান হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।