খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: নীলফামারীর জলঢাকায় শনিবার দুপুরে কেক কাটার মধ্য দিয়ে ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা প্রতিনিধি শাহিনুর হক বাবুর আয়োজনে জলঢাকা প্রেসক্লাব হলরুমে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, প্রেসক্লাব সেক্রেটারি মাহবুবার রহমান মনি, উপজেলা জাসদের সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু, সন্তান কমান্ডের আহবায়ক ও কালেরকন্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, যুগা›তর প্রতিনিধি সফিকুল ইসলাম চিনু, সাংবাদিক মর্তুজা ইসলাম,লেলিন ও আবেদ আলী প্রমুখ।