Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: ঝিনাইদহ-৩ আসনের সাংসদ মো. নবী নেওয়াজ বলেছেন, জঙ্গিবাদ সমাজের, দেশের ও জাতির সমস্যা। এ সমস্যা একত্রে মোকাবিলা করে সামনে দিকে দেশকে এগিয়ে নিতে হবে।
আজ শনিবার কোটচাঁদপুরের বলুহর শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উদযাপন,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আশরাফুল আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন বলুহর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন,সাবেক যুবলীগের সভাপতি মীর কাশেম আলী,উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আজম বিশ্বাস,পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল। পরে সংসদ সদস্য ওই বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দেন।