শুক্র. মে ৩, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36kখােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসএসকেএস পরিচালিত সূর্য্যরেহাসি ক্লিনিকের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা গতকাল শনিবার দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। দু’টি গ্র“পে বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ। উপস্থিত বিতর্কের বিষয় ছিল ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা-বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, ছাতক সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায় ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণ দাস রায়। বিতর্ক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল। প্রতিযোগিতায় উপস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষার্থী ফারিয়া ইসলাম। উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় ক গ্র“প থেকে øেহা দেবনাথ প্রথম, জান্নাতুল পৌষি দ্বিতীয় ও জান্নাত তৃতীয় এবং খ গ্র“প থেকে বৃন্তি বাউল বর্ণা, প্রথম, অভিজিৎ তরফদার দ্বিতীয় ও রাতুল হাসান রাহি তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় সূর্য্যরে হাসি ক্লিনিকের অনিতা মজুমদার ও স্বপন কুমার সিংহ উপস্থিত ছিলেন।