Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৯ মার্চ ২০১৭:  22দিনাজপুর পার্বতীপুরে সৈয়দপুর-ফুলবাড়ি বাইপাস মহাসড়কে ফুলবাড়ি অভিমুখে ছেড়ে আসা পাথর বোঝাই ও সৈয়দপুরগামী পান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত চালক গুরুতর আহত হয়।

রোববার ভোর সড়ে তিন টায় এ দূর্ঘটনা ঘটে। এতে পান বোঝাইকৃত ট্রাকের হেলপার হানিফ ঘটনা স্থলেই মৃত্যু বরণ করে এবং ড্রাইভার শহিদুল গুরুতর আহত হয়। আশঙ্কা জনক অবস্থায় চালক শহিদুলকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার আরো অবনতির কারণে হেলপারের লাশসহ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন। নিহত হানিফ রাজশাহীর কাপাসিয়া পশ্চিম পাড়া চৌমহনী হাসেম শেখের ছেলে এবং চালক সহিদুল রাজশাহী মাছকাটাখালি এলাকার সুখচানের ছেলে। ঘটনার পর রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। এব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।