খােলা বাজার২৪।। রবিবার, ১৯ মার্চ ২০১৭: ত্রিশ ল শহীদের রক্তের বিনিময়ে আমরা সাধীনতা পেয়েছি, তাদের রুহের মাগফেরাত কমানা করি। আজ দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা কল্যাণ পর্টির রাজনীতি করছি, রাজনীতি করতে হলে আমাদের দৃষ্টি-ভঙ্গির পরিবর্তন করতে হবে আগে। দেশের প্রায় ৭০ ভাগ লোক যুবক, যুবকদের হাতেই দেশ পরিচালনা গুরুদায়িত্ব আসবে তাই যুবকদের চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ কল্যাণ পর্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন শনিবার বিকালে কল্যাণ পার্র্টির কেন্দ্রীয় কার্যালয়ে যুব কল্যাণ পার্টির মাসিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এসব কথা বলেন।
যুব কল্যাণ পার্টির সভাপতি জুবাইরুল হক ভুইয়া নাহিদ’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন মোাজাহিদুল ইসলাম মো: হাবিবুল্লাহ, তানিম হাসান, সাখাওয়াত হোসাইন, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, নাছির আল মামুন, আব্দুল্লাহ আদনান, আইন বিষয়ক সম্পদক এড আরশাফুজ্জামান শাকিল, শরিফুল ইসলাম, শাহিন আলম, রফিকুল ইসলাম কিরন প্রমুখ। সঞ্চালনা করেন যুব কল্যাণ এর সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হাসান ।
আল আমিন ভুইয়া রিপন বলেন, আমাদের দলে সভাপতি একজন মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে উন্নত রাষ্ট্র, জাতি, জনজীবন ও ব্যক্তিজীবন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার জন্য যুব কল্যাণ পার্টির প্রত্যেকটি নেতা-কর্মীকে ভালো নেতৃত্ব সৃষ্টির জন্য সংগঠিত ও সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান করেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজবির রহমানকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে তার কর্মের জন্য। আমাদেরকেও এমন কর্ম করে যেতে হবে। কারণ মানুষ বাচে তার কর্মের মধ্যে বয়সে নয়।
