খােলা বাজার২৪।। রবিবার, ১৯ মার্চ ২০১৭: ইতিহাসসৃষ্টিকরেশ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েশততম টেস্ট বিজয়েবাংলাদেশ ক্রিকেট দলকেঅভিনন্দন জানিয়েছেজাতীয়তাবাদীগণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।
১৯ মার্চ ২০১৭ ইংরেজিরবিবারবিকেলেগণমাধ্যমে পাঠানোবিবৃতিতেএনডিএম চেয়ারম্যানজনাব ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশ ক্রিকেট দল প্রমাণকরেছে যেকোনেপরিস্থিতিতেইতারা দেশেরমানুষকেবিজয়ের স্বাদ এনেদিতেপারে। বাংলাদেশের এই বিজয় দেশের ১৬ কোটিমানুষকেআনন্দেরসাগরেভাসিয়েছে। আমরাবাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়েআনন্দিত ও গর্বিত। আমরাআশাকরি, বাংলাদেশ ক্রিকেট দল তাদেরবিজয়ের এই ধারাঅব্যাহতরাখবে।
অধ্যাপকআব্দুল্লাহ এম.তাহেরমহাসচিব (চলতি দায়িত্ব)এনডিএমবলেন,আমরাজাতীয়তাবাদীগণতান্ত্রিক আন্দোলন- এনডিএমপরিবারবাংলাদেশ ক্রিকেট দলের পাশেআছি। এনডিএম সব সময়বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিকসাফল্য কামনাকরে।