খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: কামরুল হাসান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক দুটি অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মুকসেদ আলী (৩৬) নামে এক স্কুল শিক্ষক এবং একশত গ্রাম গাজাসহ তোজামেম্মল হক নামে (৪২) একজনকে আটক করেছে থানা পুলিশ। মুকসেদ উপজেলার রণহাট্টা গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে ও বীরগড় কারিগরি স্কুলের সহকারি শিক্ষক এবং তোজামেম্মল হক একই উপজেলার নন্দগাঁও গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক দুটি অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মুকসেদ আলীকে চৌরঙ্গী এলাকা থেকে ও একশত গ্রাম গাঁজাসহ তোজামেম্মল হককে যাদুরানী এলাকা থেকে আটক করে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ২’শ গ্রাম গাজাসহ ইমরান হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। সে ঠাকুরগাঁও সদর উপজেলা ৯ নং রায়পুর ইউনিয়নের লোদাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। থানা সুত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী থানার এএসআই সুবোধ ও শরৎ চন্দ্র তাদের সঙ্গীয় ফোর্স সহ গত শনিবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সরকারপাড়া গরুঝাড়ী মোড় নামক স্থান হতে ২’শ গ্রাম গাজাসহ রফিকুলকে আটক করে। রফিকুল ইসলামকে আসামী করে গতকাল শনিবার বালিয়াডাঙ্গী থানায় একটি দায়ের করা হয়েছে।