খােলা বাজার২৪।। রবিবার, ১৯ মার্চ ২০১৭: মোঃ মেহেদী হাসান, পুঠিয়া(রাজশাহী) : নাটোর পল্লী বিদ্যুৎ পুঠিয়া জোনাল অফিসের আয়োজনে ৩০ লক্ষ টাকা ব্যায়য়ে বিদ্যুতের নতুন সংযোগ ৫৫টি পরিবারের মাঝে দেওয়া হয়েছে।রবিবার বেলা ১২ টায় রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার ১নং ওয়ার্ড পালোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে থেকে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল ওয়াদুদ দারা।
নাটোর পল্লী বিদ্যুৎ পুঠিয়া জোনাল অফিসের আয়োজনে উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ পুঠিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাসির উদ্দিন, রাজশাহী জেলা আ’লীগের উপদেষ্টা মনিরুল ইসলাম তাজুল, জেলা আ’লীগের সদস্য গোলাম ফারুক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, ১নং পালোপাড়া ওয়ার্ড আ’লীগ সভাপতি মাজহারুল ইসলাম মিয়ার, ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।