খােলা বাজার২৪।। রবিবার, ১৯ মার্চ ২০১৭: স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার পদ্মা সেতুর কাজ এগিয়ে নিচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় দুর্নীতির কথা বলে পদ্মা সেতু প্রকল্পকে বাঁধাগ্রস্ত করেছে, সেই বিশ্বব্যাংক এখন টাকা দেয়ার জন্য বাংলাদেশের পিছু পিছু ঘুরছে।
রবিবার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনাই পৃথিবীর একমাত্র নেতা যিনি দিনক্ষণ বেঁধে উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘স্বেচ্ছাসেবকলীগের আজকের সম্মেলনে বিপুল উপস্থিতি প্রমাণ করেছে ফরিদপুরের জনগণ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে একতাবদ্ধ। নেত্রী যাকে নৌকা দিবেন, আমরা সেই নৌকাতেই উঠবো। দেশের চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়।’
জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য – আফম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি মো. আবু কাউসার, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পংকজ দেবনাথ, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন সাচ্চু, আলীম বেপারী, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।