Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খােলা বাজার২৪।। সোমবার, ২০ মার্চ ২০১৭: সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এর মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের দশম আসর। গতমাসেই আইপিএল কর্তৃপক্ষ দশম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। তবে দিল্লিতে নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন করা হয়েছে আইপিএলের দশম আসরের সূচিতে।
দিল্লিতে নির্বাচনকে সামনে রেখে তিনটি ম্যাচের সূচি ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। রাইজিং পুনে সুপার জায়ন্টস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ আগে বিকেল ৪ টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

আর একই দিন দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি মুম্বাইয়ে না হয়ে দিল্লির ফিরোজ শাহ কোটলায় রাতে শুরু না হয়ে বিকেল ৪টায় শুরু হবে। আর এ দুই দলের ফিরতি ম্যাচটি ৬ মে দিল্লির পরিবর্তে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আর ম্যাচটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে।
এদিকে আইপিলের দশম আসরকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছে দলগুলো। এখন দলগুলোর ব্যাটে বলে লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা।