খােলা বাজার২৪।। সোমবার, ২০ মার্চ ২০১৭: আগামী ৩ মে থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালিত হবে। এই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৫৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ২৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ২৬ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইউএস-বাংলা সূত্র জানায়, প্রাথমিকভাবে সোম, বুধ, শুক্র ও শনিবার চট্টগ্রাম থেকে সকাল ৮টায় এবং ঢাকা থেকে ৯টা ৪০ মিনিটে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে পৌঁছবে। এ ছাড়া ব্যাংকক থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকেল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম ও বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছবে।
ঢাকা-ব্যাংকক-ঢাকা ও চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাসের আসনব্যবস্থা রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ডিজিএম-মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর মো. কামরুল ইসলাম বলেন, স্বল্প সময়ের মধ্যে দোহা, গুয়াংজু, পারো রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। আগামী আগস্ট মাসের মধ্যে আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে।