Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭: ভ্রমণের সময় অনেকেরই মাথা ঝিমঝিম করে ও বমি বমি ভাব হয়। এসব সমস্যার সমাধানে কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে।

গভীর শ্বাস
গাড়ি উঠার পরই গভীর একটা শ্বাস নিতে হবে। এমনটা বারবার করলে বমিভাব কমে যাবে। সেই সঙ্গে কমবে মাথা যন্ত্রণাও।
লেবু ও কালো নুন
ভ্রমণের সময় মাথা ঘোরা শুরু হচ্ছে বা বমি পাচ্ছে এমন ভাব হলেই এক পিস লেবুতে একটু কালো নুন দিয়ে চুষতে শুরু করা যেতে পারে। এতে সমস্যা দূর হয়ে যাবে।

আদা
ভ্রমণের সময় বারবার আদা চা পান করা যেতে পারে। এমনটা করলে মাথা যন্ত্রণা ও বমি হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

ঘি মাসাজ
গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়ার একদিন আগে পায়ের তলায় ঘি মাসাজ করে নেয়া যেতে পারে। এমনটা করলে ভ্রমণের সময় আর বমি ভাব হবে না। ভ্রমণকালীন মাথা যন্ত্রণা কমাতেও এই পদ্ধতিটি দারুন কাজে আসে।