খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭: বগুড়ার শেরপুরের মল্লিক ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটিং লিঃ ও পাওয়ার টাইম রিয়েল এষ্টেট লিমিটেডের উদ্দ্যেগে গত সোমবার বিকেল সাড়ে ৫ টায় ছোনকা হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধা সম্মাননা পদক প্রদান করা হয়েছে। শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। আরও বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনসার্জ খান মোঃ এরফান, ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, ভাবনীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, এম ই সি এল এর চেয়াম্যান মিসেস সুইটি মল্লিক, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর হালিম প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুরজ্জামান মিদুল। অনুষ্ঠানের শুরুতেই মল্লিক ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটিং লিঃ ও পাওয়ার টাইম রিয়েল এষ্টেট লিমিটেডের উদ্দ্যেগে ১৬ জন মুক্তিযোদ্ধা, সমাজে বিশেষ অবদান রাখায় স্থানীয় সংসদ হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার সহ আমন্ত্রীত অতিথি এবং ছোনকা হাই স্কুল ও রহিমা নওশের আলী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে টিভি কন্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।
বক্তরা বলেন এ দেশে জঙ্গিদের আস্তানা গড়তে দেওয়া হবেনা। তাই এখনই জঙ্গিদের নির্মূল করতে হবে। দেশের ভিতর আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের দিন শেষ।