Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭:  38এস এম সোহেল, চাঁদপুর : চাঁদপুরে ১০ কেজি গাজাসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় গাঁজা বহনের দায়ে অমল কুমার বিশ^াস (৫৪) নামে ১ জনকে আটক করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে টহলরত ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেছে বলে সাংবাদিকদের এসব তথ্য জানান। আটক অমল কুমার বিশ^াস ঝিনাইদহের কাঞ্চনপুর এলাকার অনিল চন্দ্র বিশ^াসের ছেলে।

চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ সিকদার জানান, ডিবি পুলিশ পূর্ব থেকেই ঘোষেরহাট এলাকায় উৎপেতে ছিলো। উদ্ধারকৃত গাঁজাগুলো কুমিল্লা থেকে ঝিনাইদহের কাঞ্চনপুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি যোগে চাঁদপুরে আসছিল। সিএনজি তল্লাসি করে অমল কুমার বিশ^াসের সাথে থাকা একটি স্কুল ব্যাগে করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসে।

এবিষয় চাঁদপুর ডিবি অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নার পিপিএম এর নেতৃত্বে মাদক বিরুদ্ধে প্রতিনিয়ন ডিবি পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে আসছে। তেমনি মঙ্গলবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোষেরহাট এলাকায় একটি সিএনজিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সিএনজিতে থাকা অমল কুমার বিশ^াস নামে ১ যাত্রী আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটক অমল কুমার বিশ^াসকে আদালতে পাঠানো হয়েছে।
ক্যাপশানঃ চাঁদপুর ঘোষেরহাট এলাকায় সিএনজি থেকে উদ্ধার করা বিপুল পরিমাণে গাঁজাসহ আটক অমল কুমার বিশ^াস।