Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭:  40দীর্ঘদিনের পুরনো ঐহিত্য সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর তীরবর্তী শ্রীশ্রী অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম রাজারগাঁও,লাউড়েরগড় ও ঘরকাটিতে আগামী ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তিনদিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের পণার্তীথ গঙ্গাস্নান যাত্রা,বারুণীমেলা ও মুসলমানদের শাহ আরেফিন(রঃ)এর ওরস মোবারক এই দুটি ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীশ্রী অদ্বৈত্য জন্মধাম, শাহ আরেফিন(রঃ) ও ইস্কন মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়িস্থ নাট মন্দির প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী শ্রী অদ্বৈত ধাম পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল। তিনি বলেন,এ জেলার দীর্ঘদিনের ঐহিত্য অসাম্প্রদায়িকতার চেতনা নিয়ে প্রতিবছর শ্রীশ্রী অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম রাজারগাঁও যাদুকাটা নদীতে হিন্দু সম্প্রদায়ের দেশ বিদেশের লাখ পূর্ণার্থীদের আগমনে গঙ্গা¯œান ও লাউড়েরগড়, ঘরকাটিতে লাখো মুসিলম আশেকানদের উপস্থিতি এবং যাতায়াতের ক্ষেত্রে জেলা শহরের আব্দুল জহুর সেতু হতে চালবন পয়েন্ট,পলাশ বাজার-কারেন্টের বাজার,ধনপুর বাজার,আনন্দ বাজার,বিন্যাকুলী বারুনীমেলা,লাউড়েরগড় ও শাহ আরেফিন (রাঃ)শাহ’র মাজার পর্যন্ত ওয়ানওয়ে ট্রাফিক ব্যবস্থা রাখার জন্য স্থানীয় কর্তৃপক্ষসহ আগত ভক্তবৃন্দ ও আশেকানদের প্রতি আহবান জানান। যানজট নিরসনকল্পে দূরদূরান্ত থেকে আসা ভক্তবৃন্দ ও আশেকানরা ঐ রাস্তা দিয়ে ভারী যানবাহন যেমন বাস ট্রাক ট্রাকটর,কোস্টার,মাহিন্দ্র ট্রাকটর এগুলো আব্দুল জহুর সেতুর পূর্বপাড়ে অবস্থান করবে এবং মোটর সাইকেল,সিএনিিজ,অটোরিক্রা লেগুনা গাড়ি,লাইটেস গাড়ি নিয়ে এই রাস্তায় চলাচলে বাধা নেই বলে বলে উল্লেখ করেন। এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল থেকে বিরত থাকার ও আহবান জানান। পাশপাশি যে যাত্রী সাধারন হয়রানির শিকার না হন সেজন্য প্রতিটি যানহাবনের ভাড়াও নির্ধারন করে দেয়া হয়েছে। তিনি সবার যাত্রা নিরাপদ করতে সকালের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহ আরেফিন(রঃ) কমিটির ষবাপতি মোঃ জালাল উদ্দিন,সাধারন সম্পাদক আলম সাব্বির, শ্রী শ্রী অদ্বৈত ধাম পরিচালনা কমিটির সহ সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী,জয়ন্ত রায়,স্মৃতিরতœ রায়,ঝন্টুূ ভ’ষন সরকার,নারয়ন চন্দ্র সরকার,অনিমেষ লাল ভানু,সাধারন সম্পাদক বাবু কানন বন্ধু রায়, নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,বিভাষ টন্দ্র দেব,ইস্কন মন্দির কমিটির সভাপতি শ্রী রাজশ্যাম গোপাল দাস,সদস্য চন্দন কুমার রায়,স্বপন কুমার দাস,অনুষ্ঠান বিষয়ক সম্পাদক বকুল তালুকদার,সহ সভাপতি স্বদেশ চৌধুরী,সদস্য অবণী সরকার,রবীন্দ্র কুমার দে প্রমুখ।