খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭: দুই সপ্তাহ আগে শীর্ষে উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের ব্যর্থতায়। গল টেস্টে ব্যর্থতায় পাঁচ দিন পরই জায়গা হারান। আবার টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠলেন সাকিব আল হাসান। এবার নিজের কৃতিত্বে, কলেম্বো টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে।
মঙ্গলবার আইসিসির র্যাঙ্কিংয়ে ভারতের অশ্বিনকে পেছনে ফেলেছেন সাকিব। কলম্বো টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে তার ৪ উইকেট দলের ঐতিহাসিক জয়ে রেখেছে বড় ভুমিকা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সেরা সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে ২৮। সাকিবের (৪৩১) পেছনে পড়ে যাওয়া অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৮। তিনে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৭।