Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭:  56জঙ্গিবাদ ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতারা জঙ্গিদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ জোটটির মুখপাত্র মোহাম্মদ নাসিমের। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের নাসিম বলেন, কোনো দেশে জঙ্গিদের বিরুদ্ধে সরকার, আইনশৃঙ্খলাবাহিনী যখন পদক্ষেপ নেয়, তখন তাদের সহায়তা করতে হয়, সাহস দিতে হয়। কিন্তু বিএনপি জঙ্গিদের উস্কানি দিচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম আরো বলেন, বিএনপি নেতারা যেসব কথা বলছে তা দুঃখজনক। জঙ্গিবাদের প্রতি তাদের দরদ এসব বক্তব্যে প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, জঙ্গিদের সাথে তাদের (বিএনপি) যে সম্পর্ক তা নতুন করে প্রমাণ হচ্ছে, তাদের মহাসচিব ও অন্য নেতাদের বক্তব্যে।
জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রয়োজন কি না জানতে চাইলে নাসি বলেন, দেশপ্রেমিক জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আর এ বিষয়ে কাউকে আহ্বান জানানোর কিছু নেই।

এদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে এপ্রিলের ২য় সপ্তাহ থেকে সারাদেশে জনমত গড়তে ১৪ দল জনসংযোগ ও সমাবেশ করবে বলে জানিয়েছেন তিনি।

ভারতে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে নাসিম বলেন, অতীতের মতো প্রধানমন্ত্রীর এবারের সফরেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাদান হবে বলে আমরা আশা করছি।

এছাড়া জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ সকাল ১১টায় মিরপুর ১০ নম্বরের বধ্যভূমি ও ৩০ মার্চ দুপুর ২টায় যশোরের চুকনগরে ১৪ দল সমাবেশ করবে বলে জানান তিনি।
পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের একটি দল যাবে।

এর আগে দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।