খােলা বাজার২৪।। বুধবার, ২২ মার্চ ২০১৭: গতকাল বুধবার বিরলে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে পৌরশহর প্রদাক্ষণ শেষে পূণরায় পরিষদ চত্ত্বরে এস আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর, জনস্বাস্থ্য প্রকৌশলী সায়হান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রহমান আলী, বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মি. রিচার্ড তাপস দাস, প্রেস ক্লাব এর আহ্বায়ক এম এ কুদ্দস সরকার প্রমূখ। আলোচনা সভায় বিশুদ্ধ পানির ব্যবহার ও পানির অপচয় রোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।