Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২২ মার্চ ২০১৭: 21তোজাম্মেল হোসেন মঞ্জু,ডোমার : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ চিলাহাটির রেললাইনের মাঝামাঝি স্থান থেকে অজ্ঞাত দুই কিশোরের লাশ পাওয়া যায়। বুধবার (২২মার্চ ) সকালে এলাকাবাসী জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন থেকে ২কিঃমিঃ উত্তরে গেউরিয়ার রেলঘুন্টি সংলগ্ন দুই কিশোরের লাশ দেখতে পায়। যাদের আনুমানিক বয়স ১৩ থেকে ১৬ বছর। এলাকাবাসী আমির হোসেন জানান, ডোমার থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী খুলনা এক্্রপ্রেস ট্রেনটি গতরাত ৩টায় র্দীঘ সময় ধরে হর্ণ বাজিয়ে যাচ্ছিল, সেই সময়ে এ দূর্ঘনাটি ঘটতে পারে, সকালে উঠে আমি লাশ দুটি রেল লাইনের পাশে দেখতে পাই। বিষয়টি সৈয়দপুর রেল পুলিশকে জানালে তারা ঘটনা স্থলে আসবেন বলে জানান। লাশের পাশে সৈয়দপুর উপজেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতি, রেজিঃ নং-১৯৪২ নম্বরের চাঁদা আদায়ের ২০টাকা রশিদ পাওয়া যায় এবং তাতে মঈন উদ্দিন ও রাব্বী নাম লেখা রয়েছে। এ বিষয়ে সৈয়দপুর হোটেল রেস্তোরা সমিতির সম্পাদক সখেন ঘোষকে জানালে তারা হোটেল শ্রমিক কিনা খাতা দেখে জানাবেন। নিহত একজন কিশোরের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং অপর শিশুর গলায় কাটা চিহ্ন রয়েছে , এতে করে কেউ হত্যা করে রেল লাইনে ফেলে চলে যায় বলে এলাকাবাসী ধারনা করেন। জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।