Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২২ মার্চ ২০১৭:  34এস এস সোহেল, চাঁদপুর : চাঁদপুর পুরাণবাজার থেকে ধারালো অস্ত্রসহ ৭ স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। ২১ মার্চ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শ্রীরামদী পানিং টাংকি এলাকার নদীল পাড় থেকে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলোঃ দাসাদী গাজীর হাট এলাকার গোলাপ খানের ছেলে আল ফলেজ, হাজী মহসিন রোড এলাকা দেলোয়ার হোসেনের ছেলে নাবিল, পালপাড়া শওকত আলীর ছেলে রায়হান, নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম, বিপনীবাগ তালতলা এলাকার শাহআলম ভূঁইয়া মামুনের ছেলে ইরান, গুনরাজদী এলাকার সফিক পাটওয়ারীর ছেলে সুশান, ব্যাংক কলোনী এলাকা আঃ কুদ্দুছের ছেলে শাহিদুর রহমান। এঘটনায় রাকিবকে প্রধান করে ১১জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর জানান, আসামীদের আাদলতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্ল্যাহ বলেন, গত ২০ মার্চ সোমবার শহরের হাসান আলী বিদ্যালয় মাঠে খেলা নিয়ে দুই পক্ষের মাঝে দন্ড হয়। এতে এক পক্ষের আঘাতে অপর গ্রুপের এক কিশোর মাথায় আঘাত প্রাপ্ত হয়। ওই ঘটনার জের ধরেই ২১ মার্চ মঙ্গলবার আটক ৭ কিশোর স্কুল ব্যাগে করে ধারালো অস্ত্র নিয়ে মামারি করতে পুরাণবাজারে গিয়েছিলো। বিষয়টি জানতে পেরে ফাঁড়ির পুলিশ পুলিশ তাদের আটক করে। এই ঘটনায় কোড়ালিয়া মিলন কসাইয়ের ছেলে রাকিবকে প্রধান করে ১১জনকে আসামী করে মামলা করা হয়েছে।