খােলা বাজার২৪।। বুধবার, ২২ মার্চ ২০১৭: ২০১৬-১৭ অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারী হাট-বাজার সমূহের ইজারালব্ধ আয়ের অর্থ থেকে সদর উপজেলা পরিষদের মাধ্যমে গতকাল ২২শে মার্চ উপজেলা পরিষদের সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপত্বিত করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল ছালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিকুল ইসলাম খোকা, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার আলী, লক্ষীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু ইলিয়াস মল্লিক। জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরের সরকারী হাট-বাজার সমূহের ইজারা লব্ধ আয়ের অর্থ থেকে সদর উপজেলার ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাকে অর্থ সহায়তা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সব সময় বিশেষ সহযোগীতা করে আসছে। তাই উপজেলা পরিষদের মাধ্যমে এই বিশেষ অর্থ সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে। সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সকল মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার মাসে উপজেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগীতা করতে পেরে আমরা গর্বীত। বর্তমান সরকার প্রতিটি কাজে মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তাদের সহযোগীতার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদান প্রদান করা সম্ভব হচ্ছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তার বক্তব্যে বলেন, আমরা আজ খুবই আনন্দিত। সরকারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। উপজেলা পরিষদের এই অর্থ সহায়তার মাধ্যমে অনেক অসহায় মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে হাসি ফুটে উঠবে।