
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা এ বিষয়ে বলেন, ব্যাংকে তেমন অলস টাকা নেই। যা আছে তা ব্যাংকগুলোকে বিনিয়োগের জন্য আমরা রেখেছি। তাদের বলেছি, ভালো খাতে বিশেষ করে ক্ষুদ্র ও এসএমই খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করার জন্য।
তিনি আরো বলেন, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে; সবগুলো ব্যাংকের শাখা মিলে ৮ লাখ ৯৪ হাজার কোটি টাকার মতো জমা আছে। নিয়ম অনুয়ায়ী মানুষের যে পরিমাণ সঞ্চয় আমানত ব্যাংকে থাকে তার একটা সার্ন্টেন এমাউন্ট ব্যাংকগুলোকে বাংলাদেশে ব্যাংকে সিআরআর/এসএলআর হিসেবে রাখতে হয়। দেশে ৫৭টি ব্যাংকে মোট ৮ লাথ ৯৪ হাজার কোটি টাকা আমাতন রয়েছে। এর বিপরীতে এসএলআর রিকোয়ারমেন্ট হচ্ছে যতটুকু তার চেয়েও বেশি পরমিাণ এসএলআর রাখা হয়েছে প্রায় ১ লাথ কোটি টাকার তুলনায় বেশি পরমিাণ এসএলআর আছে। ব্যাংকগুলো যদি আরো বিনিয়োগ মুখী হতো তাহলে ১ লাথ কোটি টাকা এসএলআর রাখার আবশ্যক থাকত না।
এ ব্যাপারে স্টাটার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর অর রশিদ বলেন, ব্যাংকে কোন অলস টাকা নেই। তবে কোন কোন ব্যাংকে বিনিয়োগের টাকা থাকতে পারে। বিনিয়োগের টাকা থাকা মানে অলস টাকা নয়। যে কোন সময় এই টাকার দরকার হতে পারে।