খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: নোয়াখালী জেলা বিএনপি’র কমিটি গণতান্ত্রিকভাবে করার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল করিম মুক্তা, শহর যুবদলের আহবায়ক মনির উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন, যুগ্ম সম্পাদক এসএম নিজাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর মাওলা কচি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ উল্যা ওহাব।
এসময় অন্যান্যের মধ্যে, খায়ের আহম্মদ, নজির আহম্মদ, সিরাজ উদ্দিন, মোহাম্মদ আজাদ, জামাল উদ্দিন, মো.দুলাল, ইসমাঈল হোসেন বাটু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে করার দাবি জানান।