খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: দিনাজপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৪টি পরিবারের ৬৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
খানসামা থানার ওসি আব্দুল মতিন সরকার প্রধান জানান, দিনাজপুরের খানসামা উপজেলার সুবর্ণখুলী হাজিপাড়ায় বৃহস্পতিবার ভোরে ফরিদা বেগমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ২৪টি পরিবারের ৬৫টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পয়ে নীলফামারী-সৈয়দপুরের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা শাহ্ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২৪টি পরিবারের ৬৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়ে বলে ক্ষতিগ্রস্তরা তাকে জানিয়েছেন।