Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

mmmmmmmmmmmmmmmmmmmmmখােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: বাংলাদেশ বন্ধু সমাজ বন্ধু সমাজের আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের যে গভীর সংকট চলছে তা থেকে নিরসন পেতে হলে বন্ধুত্ব ছাড়া বর্তমান সংকট থেকে কোনভাবেই বের হওয়া যাবে না। সকল দলমত নির্বিশেষে বন্ধুত্বের বলয়ে যদি আবদ্ধ হওয়া যায় তবে জাতি এই গভীর সংকট থেকে মুক্তি পাবে।

বাংলাদেশ বন্ধু সমাজ সেই লক্ষ্যকে সামনে নিয়ে নতুন প্রজন্মকে আগামীদিনে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরী করার শপথ নিয়ে প্রতিটি জেলা/উপজেলায় বন্ধু সমাজের কমিটি গঠন কার্যক্রম শুরু করেছে। শান্তিময় জীবন প্রাপ্তির প্রত্যাশায় শান্তিকামী মানুষের পক্ষে অর্পণ করছি শুভেচ্ছা ও অভিনন্দন। সন্ত্রাস-জঙ্গিবাদ, ঘুষ-দুর্নীতি, গুম-অপহরণ, খুন-খারাপি ইত্যাদি অনৈতিক কার্যাদি রোধে/নির্মূলে শত্রুতার উপর বন্ধুত্ব নিক্ষেপ করতে উৎসাহিত করণে এবং সত্য-শান্তি প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ক্ষমতার নির্লোভ সকল সাংঘর্ষিক বিষয় ত্যাগী মনোভাব সম্পন্ন সমমনা মহোদয়গণদের সম্পৃক্ততায় দেশব্যাপী তিন ধাপে ক. বাংলাদেশ বন্ধু সমাজ খ. বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন পরিষদ গ. শান্তিময় সমাজ বাস্তবায়ন ঐক্য পরিষদ কাজ করে চলেছে।

তারই অংশ হিসেবে- আজ জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে বাংলাদেশ বন্ধু সমাজ-এর উদ্যোগে সম্প্রীতি ও বন্ধুত্বের পৃথিবী সৃষ্টির সূচনায় বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টিতে বাংলাদেশ বন্ধু সমাজ, বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন পরিষদ ও শান্তিময় সমাজ বাস্তবায়ন ঐক্য পরিষদ সংগঠনত্রয়কে বাংলাদেশের সকল পর্যায়ে সত্য ও শান্তি প্রতিষ্ঠার সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জাতীয়ভাবে জাতীয়করণের আহ্বানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদ্ভাবক কর্মী, পরিকল্পনাকারী ও প্রস্তাবকারী, বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাবেক মহাসচিব বিসিএস বিচার এসোসিয়েশন এডভোকেট সৈয়দ আবদুল্লাহ সহিদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সুলতান আহমেদ খান, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব হোসেন খোকন, বাউল গুরু পাগলা বাবুল, প্রতিষ্ঠাতা লালন চর্চা কেন্দ্র, মানবেতর গান গাই এর চেয়ারম্যান খ.ম খুরশীদ, বিশিষ্ট আইনজীবী কামাল আহমেদ, মাওলানা এ.কে.এম ওহাব নাঈমী, রাজবাড়ী বন্ধু সমাজের সাধারণ সম্পাদক মোস্তফা আলম, আ.খ.ম আল আমিন সহ প্রমুখ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একমাত্র বন্ধুত্বই পারে সমস্ত অশান্তি মুক্ত করতে। মানুষের সম্পর্ক যতই উন্নত হবে, ততই মানুষের প্রকাশ্য শত্রু অভিশপ্ত ইবলিশ শয়তান এর কার্যক্রম হ্রাস পাবে। তিনি বলেন, সকল সত্যের উপর ভিত্তি করে পৃথিবীবাসীর জন্য বাংলাদেশকে সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টিতে সকল শ্রেণীপেশার মধ্যে বন্ধুত্ব স্থাপনে এবং বিরোধী নিস্পত্তিতে পৃথিবীর মানুষের সম্পর্ক উন্নয়নের শুভ সূচনায় সকল সাংঘর্ষিক বিষয়ে ত্যাগী মনোভাব পোষণে রাষ্ট্রীয় ক্ষমতায় নির্লোভ, অনৈতিক লোভ-ক্রোধমুক্ত হিংসাবিহীন সত্যের পথিক কিছু নির্দিষ্ট সংখ্যক সম্মানিত দেশবাসীর সম্পৃক্তায় বয়স ও যোগ্যতার আলোকে  ব্যক্তিদেরকে পৃথক পৃথকভাবে বন্ধুত্বের বলয় আকারে তিন স্তরে ৬৪ জেলায় ১৯২টি এবং ৩টি কেন্দ্রীয় কমিটি গঠন করে বাংলাদেশ বন্ধু সমাজ, বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন পরিষদ এবং শান্তিময় সমাজ বাস্তবায়ন ঐক্য পরিষদ নামে কার্যকরি কমিটি তথা রাষ্ট্রের সকল পর্যায়ে সত্য ও শান্তি প্রতিষ্ঠায় সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জাতীয়ভাবে জাতীয়করণের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মানব জাতিকে ঐক্যবদ্ধ করে ইহকাল ও পরকালে শান্তিময় জীবন প্রাপ্তিতে মহান আল্লাহর দয়া ও সহযোগিতায় সংগঠনত্রয়ের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তিনি দৃঢ়তার সাথে বলেন মহান আল্লাহর দয়া ও সহযোগিতায় দেশবরেণ্য মহোদয়গণের সম্পৃক্ততায় উক্ত বলয় তিনটি গঠিত হলে এই দেশটি অতি দ্রুত শান্তির, সম্প্রীতির ও বন্ধুত্বের দেশ হিসেবে পৃথিবীর মডেল সৃষ্টি হবে। আগামী ২৩ নভেম্বর ২০১৭ইং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৃথিবীবাসীর জন্য হিংসা মুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস উদযাপনের সূচনায় সংগঠনত্রয় মহামিলনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন।