খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: ভোলা সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মোল্লা ব্রীজ এলাকা থেকে ডিবি’র একটি ফোর্স অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস.আই রুপকুমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জশমত আলীর ছেলে মোঃ হারুন (৩৫) ও ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওর্য়াডের বাসিন্দা আমজাদ আলীর ছেলে মোঃ জাফর (৩৫)। পরে আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞসাবাদ করার জন্য ডিবি অফিসে আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ঘটনার সততা নিশ্চিত হয়ে সাংবাদিকদের জানান, দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ গাঁজা, মাদক ব্যবসার সাথে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক সন্ত্রাস দমনের অভিযান জেলা গোয়েন্দা শাখার অব্যাহত থাকবে। পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।