খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: রাজশাহীর পুঠিয়া উপজেলার শাহবাজপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, চারঘাট উপজেলার মোওগাছী গ্রামের আমিরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৫) এবং একই উপজেলার ভাটপাড়া (চাইপাড়া) গ্রামের মকছেদ আলীর ছেলে আলম হোসেন (৩৩)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জসিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স উপজেলার বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ জুয়েল রানা ও আলম হোসেনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।