খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: যশোরের শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্য্যলয়ে গোপন বৈঠক কালে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল হাসান জহির যুবদলের সভাপতি মাসুদুর রহমান মিলন সহ ২৮নেতাকর্মীকে ১৫টি বোমা সহ আটক করেছে যশোরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিজস্ব কার্যালয়ে সভা করার সময় তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, বিকেলের দিকে শার্শা উপজেলা সেক্রেটারির আবুল হাসান জহিরের নাভারন বাজারে তার নিজস্ব কার্যালয়ে গোপন বৈঠক করার সময় ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ টি বোমা ও সরকার বিরোধী বেশ কিছুু লিফলেট সহ ২৮উপজেলা বিএনপির নেতা কর্মীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য নেতা কর্মীরা হচ্ছে, উপেজলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসান জহির,উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম তরফদার ও হযরত মাস্টর, সমবায় সম্পাদক মতিয়ার রহমান,উপজেলা যুবদলের সভাপতি মাসুদুর রহমান মিলন ও উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকরা রয়েছেন। আটককৃতদেরকে ডিবি হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।