খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী-শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। আহতদের মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এ দূর্ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায়। ভালুকা ও ত্রিশাল উপজেলার অগ্নিনির্বাপক দলের ৩টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস ভালুকা, ইনচার্জ রেজাউল করিম জানান, শুক্রবার(২৪ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্ক্যান সিমেন্ট বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-০৩২৯) চারলেন কাজে সড়ক কেটে গর্ত করে রাখা স্থানে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকার মেহেরাবাড়ি এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়।
সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলে একই পরিবারের-ময়মনসিংহের তারাকান্দার গ্রামের আজিজুল হক (৪০), রাজিয়া (২৭), মেহেদী (১১), মিজান (৯) ও সিজান (৩) ময়মনসিংহ খাগডহর চিনাপাতির জোৎস্না (৭০), সিরাজুল ইসলাম(১৮) এবং অজ্ঞাত ১ নারী ও ১পুরুষ নিহত হয়। এ সময় আহত ৩জনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্য থেকে আরেকজন মারা যান। নিহতদের মৃতদেহ ভালুকা মডেল থানায় রাখা হয়েছে। হতাহতরা সবাই ট্রাকের উপরে চড়ে শেরপুর ও জামালপুর যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এ ঘটনায় ভালুকা ও ত্রিশালের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ভালুকা মডেল থানা পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, ঢাকা থেকে জামালপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থলে গিয়ে ১০টি মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছেন।