খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর দলীয় কার্যক্রম আরো গতিশীল ও কর্মীদের সক্রিয় করতে নোয়াখালীতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪টায় নোয়াখালী টাউন হল অডিটোরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখা আয়োজিত সভায় জেলা শাখার সভাপতি আমির হোসেন বিএসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ।
এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম রহিম উল্যাহ্’র সঞ্চালনায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল বাসেত সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।