খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। সরকারী স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল- বাংলাদেশ এর আয়োজনে যক্ষা মুক্ত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন সজ্জিত একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মওলা বকস্ চৌধূরী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবীর, যক্ষা বিভাগের টিবি কন্ট্রোল সুপারভাইজার তপন কুমার রায়, সোভা এনজিও এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত থেকে বিম্ব যক্ষা দিবসের উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিসিসিএ মো. রেজাউর রহমান, ইপিআই মো. ইদ্রিস আলি, এইচআই সুষেন চন্দ্র দেবনাথ, প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি মো. জাফর আলী, ব্র্যাক স্বাস্থ্যকর্মী পারুল রানা, স্বাস্থ্য সেবিকা, সহ যক্ষা-কুষ্ট রোগের রোগাক্রান্ত ও আরোগ্যকৃত ১০০ জন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।