খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: ফায়ার সার্ভিস ভবন নির্মাণ হলেও আগুন নিভানোর প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে এলাকাবাসী সেবা পাচ্ছেন না। দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলা জেলা শহর থেকে ২৮ কিলোমিটার দূরে ফলে ফায়ার সার্ভিসের সেবা পেতে বীরগঞ্জ-কাহারোল উপজেলাবাসীকে শহরমুখী হয়ে থাকতে হয়। খরা মৌসুমে আগুনের দুঃস্বপ্ন চোখের নিদ্রা কেড়ে নেয়। প্রতিবছর শুঙ্ক মৌসুমে এই ২ উপজেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে নিঃস্ব হয় অনেক পরিবার। দ্রুত ফায়ার সার্ভিস সেবার অভাবে পুকুর ও কুয়ার পানি দিয়ে আগুন নেভানোর সম্ভব হয়ে উঠে না। কিন্তু এমন সমস্যা নিরসনে সরকার ফায়ার সার্ভিস স্টেশন তৈরির কাজে উপজেলা সদরের জায়গা নির্ধারণ করে জায়গা ক্রয়ের পর প্রায় তিন কোটি টাকা ব্যয় করে দুইটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ শেষ হলেও ফায়ার সার্ভিস প্রকল্পটির কাজ শেষ হলেও এখনও পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। ফলে খরা মৌসুমে এই দুটি উপজেলায় প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ পুরে ছাই হয়ে যাচ্ছে। একটি সূত্র থেকে জানা যায় শুধু লোক নিয়োগ নয় আগুন নিভাতে আধুনিত গাড়ি এখনও প্রেরণ করা হয় নি। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশুহস্তক্ষেপ কামনা করেছেন।