খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কুটুক্তি কারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে গত বৃহস্পবিার রাতে দিনাজপুর জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় সম্মুখ চত্বরে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড.সাইফুল ইসলাম কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, মিথ্যা কুটুক্তি ও কুৎসা রটিয়ে জনগনের সমর্থন পাওয়া দূরাশা মাত্র। জনগনকে সাথে নিয়ে কুটুক্তিকারীদের প্রতিহত করা হবে। যুবলীগ রাজপথে থেকেই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুব লীগ নেতা ফয়সাল হোসেন, খলিলুল্লাহ আজাদ মিল্টন, মাসুদ ইসলাম রাজা, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হাজী পলাশ, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরে আলম, যুবলীগ নেতা আলাল উদ্দীন ব্যাপারী, ইবনে ফয়সাল রিপন, নিয়ামতুল্লা, জুবায়ের আলম মিলনসহ যুবলীগ নেতৃবৃন্দ। সমাবেশের পূর্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর উত্তর বিএনপি এক সমাবেশে যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে কুটুক্তি করে।