খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান জানিয়ে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রতিযোগিতার মধ্যদিয়ে আমাদের শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে।
তিনি বলেন, ‘খেলাধূলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতা- লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।’
আজ শুক্রবারে দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও বিচিত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাশক্তি থেকে আমাদের শিক্ষার্থীদেরকে দূরে থাকতে হবে। কাজেই সেইভাবে সচ্চরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে, আমাদের আজকের ছেলে-মেয়েদেরকে সেভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আজিজুল হক এর সভাপতিত্বে বিচিত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল থানার ওসি মো. মনসুর আলী সরকার ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারস সম্পাদক রাজেন্দ্র দেব নাথ। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ।
অনুষ্ঠাটির পরিচালনা করেন সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিছুর রহমান। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোঞ্জ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।