খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: ময়মনসিংহের গফরগাঁওয়ে গায়ে হলুদের আগ মুহুর্তে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ মোস্তফা বাড়ির পাশে হুমায়ুন কবীর নামে এক হবু বরকে দাঁ দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ঘড়ি, সোনার চেইন ও আংটি কেড়ে নেয়। আহতের শরীরে অসংখ্য দায়ের কোপ। কেটে গেছে হাত-পায়ের কয়েকটি রগ। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি গ্রামে।
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, বারইহাটি গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাবিবুর রহমানের ছেলে হুমায়ুন কবীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবি। বৃহষ্পতিবার সন্ধায় ছিল তার গাওেয় হলুদ,শুক্রবার বিয়ে। ঘটনার দিন সন্ধায় গায়ে হলুদের তত্ত্ব আনতে স্থানীয় বাজারে যাচ্ছিল বর হুমায়ুন্। এসময় এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ মোস্তফা তার পথ আগলে টাকা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে বচসা হলে মোস্তফা মুহুর্তেই লুকিয়ে রাখা রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে হুমায়ুনের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, সোনার চেইন, আংটি,ঘড়ি এসব নিয়ে যায়। আহতের আর্ত চিৎকারে বাজার ও বাড়ির লোকজন ছুটে এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হুমায়ুনকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিবার কণের বাড়ি গাজীপুরেও গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। শুক্রবার বর যাত্রায় আসবে কয়েকশ মেহমান। তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এসময় এই দু:সংবাদে কণের বাবার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। সকলে হাসপাতালে ছুটে এসে বর হুমায়ুনের পাশে এসে দাঁড়ায়।
বরের বাবা হাবিবুর রহমান শুক্রবার দুপুরে জানান, ছেলের জ্ঞান ফিরেছে তবে তার শরীরে অসংখ্য দায়ের কোপ। হাতে-পায়ের কয়েকটি রগ কেটে গিয়েছে। শুক্রবার দুপুরে অস্ত্রোপচার সফল হলে উভয় পরিবারের সম্মতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে তাদের বিয়ে নিকাহ রেজিস্ট্রার দিয়ে সম্পন্ন করা হবে। শোক ও দুঃখের মাঝেও আজকের বর যাত্রায় অংশ নিয়ে গাজীপুরে কনের বাড়িতে গেছেন কয়েকশ মেহমান।
এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া ঘটনার সত্যতা স্বীকার বলে বলেন, আহত হুমায়ুনের পরিবারকে এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।