খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: হযরত শাহজালাল বিমানবন্দর বিমানবন্দর এলাকায় গোলচত্বরে পুলিশের চেকপোষ্টে ‘জঙ্গিদের’ আত্মঘাতী হামলায় একজন নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বিমানবন্দরের পূর্বদিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের সাথে বিমানবন্দর পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় পুরো বিমানবন্দর রনক্ষেত্রে পরিনত হয়। এ সময় পথচারিরা ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। র্যাব, পুলিশের উর্ধতন কর্মকর্তরা ঘটনাস্থলে পৌছেছেন। সিআইডি পুলিশ ঘটনাস্থল কর্ডন করে রেখেছে।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিঞা আমাদের সময় ডটকমকে হামলার বিষয়টি নিশ্চত করেছেন। ডিএমপির উত্তরা জোনের এসি রুহুল আমিন জানান, এটি আত্মঘাতী হামলা। নিহত ব্যাক্তিই হামলাকারী ছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানান, পর পর ৫/৬টি বোমার বিস্ফোরন ঘটানো হয়। এতে পুরো বিমানবন্দর প্রকম্পিত হয়ে ওঠে , এলাকার পথচারি ও বিদেশগামি ও বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে, মানুষ অজানা আতংকে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এ রিপোট লেখা পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে বিমানবন্দর সংলগ্ন র্যাবের নির্মানাধীন সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় একজন নিহত হয়। আজ একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো।