খােলা বাজার২৪।। শনিবার, ২৫ মার্চ ২০১৭: সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে বিএনপির সমর্থীত নীল প্যানেলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হওয়ায় এনডিপির শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশের আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনে ২০১৬-১৭ সালের নির্বাচনে বিএনপিসহ ২০ দলীয় সমর্থক জাতীয়তাবাদী আইনজীবীদের প্যানেল সভাপতি/সম্পাদকসহ বেশীরভাগ পদে জয়লাভ করায় ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা অভিনন্দন জানিয়ে বলেন, গণতন্ত্রের এই গভীর সংকটে সুপ্রীম কোর্ট বার নির্বাচনে সভাপতি পদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা গণতন্ত্র রক্ষায় আরো কার্যকর ও সাহসী ভূমিকা পালন করবেন।
আইনী শাসন প্রতিষ্ঠায় তারা আন্তরিক ও সোচ্চার হবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।