খােলা বাজার২৪।। শনিবার, ২৫ মার্চ ২০১৭: নোয়াখালী জেলা ছাত্রলীগে চলছে অছাত্র ও মেয়াদোর্ত্তীণ নেতৃত্ব। জেলা ছাত্রলীগের সম্মেলনে বাধা কোথায়! এমন প্রশ্নে তৃণমুলে ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে জেলার পদপ্রত্যাশীরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় ঝিমিয়ে পড়ছে এ জেলার ছাত্রলীগের রাজপথের তারণ্য।
ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, বিগত ২০১৪ সালের ডিসেম্বরে জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও ওই সময় বিএনপি-জামায়াতের দেশব্যাপী আন্দোলন-সংগ্রামের কারণে তা আর হয়ে উঠেনি।
একইভাবে, চলতি বছরের প্রথম থেকেই জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ দিলেও তা পরে রহস্যজনক কারণে সম্মেলন থেকে পিছিয়ে পড়ে কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগের একটি সুত্র দাবি করেন, জেলা আওয়ামীলীগের নেতারা মনে-প্রাণে চাইলে সম্মেলন হওয়া কোন কঠিন ব্যাপার নয়। কিন্তু জেলা আওয়ামীলীগ না চাওয়ায় ছাত্রলীগে অছাত্ররাই বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। ২০১০ সালের জুলাই মাসে সম্মেলনের মাধ্যমে দায়িত্ব পান জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মতে নোয়াখালী জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
এদিকে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি সাম্প্রতিক নোয়াখালী শহর, সদর উপজেলা ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলনের তারিখ ১৯ মার্চ নির্ধারন করলেও অদৃর্শ কারণে সেই সম্মেলনও হয়নি।
সব মিলিয়ে এ জেলায় দীর্ঘদিন ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় তৃণমূলে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।